বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

জি ফ্যাশন লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

যাযাদি ডেস্ক
  ২৫ মার্চ ২০২৪, ১৭:২৩
জি ফ্যাশন লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

জি ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. জহুরুল ইসলাম জহির এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূর নবী রাজ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটির মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে বিভিন্ন ট্রেইনিং সেশন, ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট সেশন, ইন্টার্নশিপ প্রোগ্রাম ও চাকুরির সুযোগ সহ আরও অনেক কর্মকাণ্ড পরিচালিত হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে