শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টি প্রার্থনায় ইবিতে ইস্তিসকার নামাজ আদায়

ইবি প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৯:২৮
বৃষ্টি প্রার্থনায় ইবিতে ইস্তিসকার নামাজ আদায়

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ও মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সার্বিক ব্যবস্থাপনায় এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। ইবি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দীন খানের ইমামতিতে এ নামাজ আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল হক। এছাড়াও অন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মুসল্লী নামাজে অংশ নেয়।

নামাজ শেষে সবাই মহান আল্লাহর কাছে মাফ চেয়ে তীব্র দাবদাহ থেকে মুক্তি, পশুপাখির কষ্ট লাঘব, ফসল রক্ষা ও রহমতের বৃষ্টি কামনা করে দোয়া করেন। এসময় সকলে কান্নায় ভেঙে পড়েন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে