রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাবিতে আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে সংবধর্না

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ১৭:৪১
ঢাবিতে আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে সংবধর্না

খ্যাতিসম্পন্ন উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে আজ ০৬ মে ২০২৪ সোমবার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. আতাহার উদ্দিন এবং অধ্যাপক ড. মো. আবুল বাশার।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, "অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারী উদ্ভিদ বিজ্ঞান গবেষণায় একজন জীবন্ত কিংবদন্তি। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে সরাসরি জানতে পারবে এবং নিজেদেরকে গবেষণায় মনোযোগী হতে অণুপ্রেরণা পাবে"।

অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে সম্মানিত করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহবান জানিয়ে বলেন, "বর্তমান বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন রোধে শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে যথাযথ ভূমিকা রাখতে হবে"।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে