মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

এক দফা দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ১৫:১৫
ছবি: যায়যায়দিন

সরকার পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী শুরু হওয়া অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রাসহ নানা শ্রেণি-পেশার মানুষও যোগ দেন কর্মসূচিতে।

এদিকে বিক্ষোভ চলাকালে মাস্ক পরা অজ্ঞাত এক ব্যাক্তির লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় শহিদুল ইসলাম (৫০) নামে এক আন্দোলনকারী আহত হয়। তার বাড়ি পূর্ব আবদালপূর, পিতার নাম ফজলুর রহমান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন বলেন, ‘তিনি আশঙ্কামুক্ত। গভীর ক্ষত হয়নি। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। মাথায় তিনটি সেলাই লেগেছে। কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’

এদিকে আন্দোলন চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে ইবি সংলগ্ন এলাকা থেকে সরে যান পুলিশ-আনসার বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তারা ইবি থানায় অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। লাশের উপর দাঁড়িয়ে কোনো সংলাপে যেতে চাই না। এখন আমরা এক দফা দাবিতে মাঠে নেমেছি। আমাদের উপর যতই হামলা-মামলা করা হোক, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে