বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিহতদের স্মরণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

যাযাদি ডেস্ক
  ১১ আগস্ট ২০২৪, ০৯:০১
আপডেট  : ১১ আগস্ট ২০২৪, ১০:০০
নিহতদের স্মরণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
ছবি : যায়যায়দিন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপণ, দেয়াল লিখন, ট্রাফিক নিয়ন্ত্রণসহ আরো নানা স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে থাকে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই ছাত্র-ছাত্রীরা ছাত্র-জনতা অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহরাব সাবাব এসময় সবার উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি কীভাবে ছাত্র-জনতার উপর স্বৈরাচার সরকার আক্রমণ করে সে কথা উল্লেখ করেন। উপস্থিত সকলকে নিয়ে ভাই-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং দেশ পুনর্গঠনের শপথ নেন।

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্য মোসাব্বির রাহমান শিক্ষার্থীদের পক্ষে সারাদেশে লুটপাট ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদ জানায়।

সবশেষ দেশত্ববোধক গান গেয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে