বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবি ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার 

ইবি প্রতিনিধি
  ১৬ আগস্ট ২০২৪, ১৯:১০
ইবি ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার 
ছবি : যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচটি আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ নানা ক্ষতিকর বস্তু উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করেন তারা।

1

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সাদ্দাম হোসেন হল, শেখ রাসেল হল ও লালন শাহ হলে তল্লাশি করেন শিক্ষার্থীরা। এসময় ১টা দেশিয় অস্ত্র, ১টি গ্রেনেড, ৬টি বুলেট, ১০টি রামদা, ২টি হকিস্টিক, ৬টি জিআই পাইপ, চাপাতি ৫টি, চাইনিজ কুড়াল ১টি, ৫০টি রড, পটকা বোমা ৩ প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ১১ প্যাকেট কনডম, ২০০ গ্রাম পেট্রোল, ১৯ বোতল মদ, ও ৫টা গাঁজার বাঁশি পাওয়া যায়। পরে এগুলো একত্রিত করে সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

ইবি’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘তথ্যের ভিত্তিতে বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এখনো অনেক কক্ষে যাওয়া হয়নি, আমরা প্রশাসনকে সাথে নিয়ে আগামীতে আরও তল্লাশি চালাবো।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে