শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মাভাবিপ্রবি ট্রেজারার ড. সিরাজুল ইসলামের পদত্যাগ

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৩
অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

এর আগে গতকাল ট্রেজারারের পদত্যাগের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের রাতেই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। একে একে পদত্যাগ করেন মাভাবিপ্রবির উপাচার্য, প্রক্টর, পরিবহণ পরিচালক, গ্রন্থাগার পরিচালক, হল প্রভোস্ট সহ অনেক প্রশাসক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে