বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবিতে ফের ৯ দফা দাবিতে নিবন্ধন প্রত্যাশীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২
ইবিতে ফের ৯ দফা দাবিতে নিবন্ধন প্রত্যাশীদের বিক্ষোভ
ছবি : যায়যায়দিন

ষাট হাজার জাল সনদধারীদের নিয়োগ বাতিলসহ নয় দফা দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৮ ও ১৯তম নিবন্ধনে নিয়োগ প্রত্যাশীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাদের অন্য দাবিগুলো হলো- ১৮তম রেজাল্ট এর আগে কোন বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ১৮তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরের ভাইভা সম্পন্ন করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা, শিক্ষক সংকট দূরীকরণে ১৮তম-দের অগ্রাধিকার দেওয়া, এনটিআরসিএ-এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ডিসেম্বরের মধ্যে ১৮তম-দের নিয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে, অটো এমপিও চালু করা, ০১-১২ তম-দের আদালতের রায় বহাল রাখতে হবে এবং বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে।

1

এর আগে গত রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন নিবন্ধন প্রত্যাশীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে