বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শাবিতে 'রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
শাবিতে 'রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

1

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘এটিএফ প্রোজেক্ট বিষয়ে সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি কে ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে। গবেষণায় ভালো করার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং এগিয়ে যাবে। আমরা গবেষণায় ফান্ডিং বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি।’

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হিট প্রোজেক্টের এটিএফ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. মোজাহার আলী।এ সময় রিসোর্স পার্সন অধ্যাপক মোজাহার আলী উপস্থিত শিক্ষকদের ‘এটিএফ প্রোজেক্ট’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে