রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শাবিতে প্রথমবারের মতো আয়োজিত হলো মিনি ম্যারাথন

শাবি প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০
শাবিতে প্রথমবারের মতো আয়োজিত হলো মিনি ম্যারাথন
ছবি: যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ‘ল্যাংগুয়েজ লেগাসি রান ৭ দশমিক ৫-কে’ শীর্ষক মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর পাঠানটুলা হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়। পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শারীরিক ব্যায়াম, সকালের রোদ মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিনের যোগান দেয়। সাস্ট ফিটনেস ক্লাবের ম্যারাথন আয়োজনের এই উদ্যোগকে স্বাগত জানাই। নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে এরকম সমাজ কল্যানমূলক উদ্যোগ সকলের মাঝে উৎসাহ প্রদান করবে। এসময় তিনি এই ধরনের ম্যরাথন যেনো প্রতিনিয়ত আয়োজন করা হয় সে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের চ্যাম্পিয়ন ক্রেস্ট ও প্রাইজমানি বিতরন করেন।

সাস্ট ফিটনেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ সজীব বলেন, ‘সুস্থ দেহ ও মনের জন্য শরীরচর্চার কোনো বিকল্প নেই। মানুষকে স্বাস্থ্য-সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।’ ম্যারাথন শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে পরিবেশের বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে একটি করে গাছ উপহার দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন ও ফিটনেস ক্লাবের উপদেষ্টাগণ।

উল্লেখ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এবং বিশেষ অতিথিবৃন্দকে, একটি করে গাছ উপহার দেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে