বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, “সাঈদ, মুগ্ধসহ নাম না জানা সকল শহীদের মধ্যে ছিল দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি। তাদের লড়াইয়ের গল্পগুলো আজীবন স্মরণে রাখবে বাংলার মাটি। শিক্ষার্থীরা যে অভিনয় করেছে জুলাই আন্দোলনকে ঘিরে সেটা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে। বিজয়ীদের অভিনন্দন জানাই, পরাজিতদের নিরাশ না হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম।
যাযাদি/ এমএস