রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইবির আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার  

ইবি প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
ইবির আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার  
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের উদ্যাগে 'ইসলামিক ও আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে যুদ্ধবন্দীদের অধিকার' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আইন অনুষদের সেমিনার কক্ষে এর আয়েজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন আজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনম। পিএইচডি তত্ত্বাবধায়ক ছিলেন আল-ফিক্হ বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলাম।

সেমিনারে স্পিকার ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও আল-ফিকহ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব, ড. আমজাদ হোসেন ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আল ফিকহ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মোহাম্মদ উল্লাহ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে