সমালোচনার পর ১৯ মার্চ (বুধবার) ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বহিষ্কৃত শিক্ষার্থী গালিব ফয়সালকে বাদ দিয়ে গবেষণা প্রকল্পের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে।
এর আগে, গত ১৭ মার্চ (সোমবার) প্রকাশিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ চূড়ান্তভাবে মনোনীত গবেষণা প্রকল্পের তালিকা প্রকাশ করে। উক্ত তালিকায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গালিব ফয়সালকে গবেষণার জন্য মনোনীত করা হয়। তবে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম ও সাংবাদিক মারধরের ঘটনায় তাকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। তালিকায় একই বিভাগের সহযোগী অধ্যাপক রায়হানা আক্তারকে অভিযুক্তের গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তালিকা প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষার্থীর নাম বাতিল করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ।
প্রসঙ্গত, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রথম গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে এ ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়। নজরুলের স্মৃতি রক্ষা, তাঁর জীবন, সাহিত্য, সংগীত এবং সামগ্রিক অবদান সম্পর্কে পাঠদান, গবেষণা পরিচালনা, রচনাবলি সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশনা ও প্রচারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর নজরুলের জীবন ও কর্মের ওপর শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পে অনুদান দিয়ে আসছে ইনস্টিটিউটটি।