শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ববি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো ছাত্রদল

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭
ববি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো ছাত্রদল
ছবি: যায়যায়দিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আটক টিকলি শরিফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক উপ-সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে আরও জানা যায়, জুলাই অভ্যুত্থানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ভোলারোডে একটি দোকানে টিকলিসহ তিনজনকে অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে রাতেই প্রক্টর তাকে পুলিশের হাতে তুলে দেন। বাকি দুজনের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ববি শাখা ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম বলেন, টিকলিসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করছেন বলে জানতে পারি।

তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। টিকলি বলেন, আমার কালকে (আজ) সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

সন্ধ্যায় বাইরে বের হলে জুনিয়রদের সঙ্গে দেখা হয়। আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলে তাদের হস্তান্তর করি।

ওসি রফিকুল বলেন, টিকলির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে