শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রবাসী আয় নিম্নমুখী , ২৫ দিনে এলো ১৪,৪৮৮ কোটি টাকা

যাযাদি ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৩, ১৮:৪৫
আপডেট  : ২৭ আগস্ট ২০২৩, ২০:৩৫
প্রবাসী আয় নিম্নমুখী , ২৫ দিনে এলো ১৪,৪৮৮ কোটি টাকা
প্রবাসী আয় নিম্নমুখী , ২৫ দিনে এলো ১৪,৪৮৮ কোটি টাকা

প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগস্ট মাসের ২৫ দিনে দেশে পাঠিয়েছেন ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা ( প্রতি ডলার ১০৯.৫০ টাকা হিসাবে)।

রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

দেশের এই প্রধান ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়াত্ত ছয় ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয় পর পর কয়েক মাস ইতিবাচক ধারায় থাকলেও আগস্টে এসে উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের একই সময়ে এবং আগের মাস জুলাইয়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়।

গত বছরের আগস্ট মাসের ২৫ দিনে গড়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ডলার। চলতি মাসের ২৫ দিনে সেখানে প্রবাসী আয় এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা ডলার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে