মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

১০০ কোটিতে রফা, 'পাঠান' কবে আসছে ওটিটিতে?

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৬
১০০ কোটিতে রফা, 'পাঠান' কবে আসছে ওটিটিতে?
ফাইল ছবি

সাত দিন পার, এখনও 'পাঠান' ঝড় জারি সারা বিশ্বে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের নেশায় বুঁদ দর্শক। বিশ্বব্যাপী নজর কাড়া ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। করোনা পরিস্থিতি, লকডাউনের জেরে যদিও ওটিটির রমরমা। কিন্তু শাহরুখ খানকে বড় পর্দায় না দেখলে ঠিক মন ভরছিল না দর্শকের। তাই তো মুক্তির বহুদিন আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন অনুরাগীরা।

তবে কি এখন ওটিটি প্ল্যাটফর্মে 'পাঠান' দেখানোর কোনো পরিকল্পনাই করছেন না প্রযোজনা সংস্থা? ঘনিষ্ঠ মহলের খবর কিন্তু অন্য। ইতিমধ্যেই নাকি অ্যামাজন প্রাইমে 'পাঠান'-এর স্বত্ব বিক্রি করেছে যশরাজ ফিল্মস্‌। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ১০০ কোটি টাকায় রফা হয়েছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে কবে মুক্তি পাবে, এই ছবি তা এখনও চূড়ান্ত হয়নি।

1

যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের এটি চতুর্থ ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে পরিচালনা করেছেন, 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার'। প্রতিটা ছবিই দর্শকের নজর কেড়েছিল। তবে 'পাঠান'-এর মাধ্যমে চার বছর পর শাহরুখের প্রত্যাবর্তন দর্শক মনে এক অন্য ছাপ ফেলেছে। সঙ্গে দীপিকা উপস্থিতি বাড়িয়ে তুলেছে গ্রহণযোগ্যতা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে