শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

নৃত্যে জাতীয় পুরস্কার পেল কাপ্তাই বিএন স্কুলের বিন্তি

রাজস্থলী/কাপ্তাই প্রতিনিধি
  ০৬ জুন ২০২৩, ১৪:১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রাঙামাটির কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর শিক্ষার্থী নীলা ধর বিন্তি খ বিভাগে লোক নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার (৬ জুন) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে বিন্তির এই সাফল্যে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব শাহজালাল, কাপ্তাই নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত তাঁকে অ়ভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত: বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি ও কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানির নিকট বিন্তি দীর্ঘ ১২ বছর ধরে সাধারণ, লোক, ভরত ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে আসছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে