শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রূপের রহস্য প্রকাশ করলেন পরীমণি 

বিনোদন ডেস্ক
  ১৫ মার্চ ২০২৫, ১৯:১৯
রূপের রহস্য প্রকাশ করলেন পরীমণি 
ছবি: যায়যায়দিন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার অভিনয় দক্ষতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ-সবই ছিল সংবাদের শিরোনামে। তবে সমালোচনা যাই হোক, নিজের সৌন্দর্য আর ব্যক্তিত্বের ঝলক দেখিয়ে বারবারই ক্যামেরার আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন এই তারকা।

নেটিজেনদের মনে বরাবরই প্রশ্ন-কীভাবে তিনি এত উজ্জ্বল ও আকর্ষণীয় থাকেন? এবার সেই রূপের রহস্য নিজেই খোলাসা করলেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞাপনের ভিডিওতে নিজের রূপচর্চার বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে লাস্যময়ী ভঙ্গিতে হাজির হতে দেখা যায়। যেখানে তিনি বলেন,‘আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা? এরপরই উত্তর দেন নিজেই, 'মোটেও না! নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা।’

নিজের সৌন্দর্যের গোপন রহস্য প্রকাশ করে তিনি বলেন, 'একটা ভালো অনুভূতি, পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে তোমাকে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও।'

এরপর তিনি একটি শাওয়ার জেল দেখিয়ে দাবি করেন সেটাই তার রূপের রহস্য।

পরীমণির এই স্বীকারোক্তি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। কেউ কেউ মজা করে বলছেন, শুধু শাওয়ার জেলই কি পরীর রূপের রহস্য, নাকি আরও কিছু লুকোনো রহস্য আছে? তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের পাশাপাশি নিজের রূপের যত্ন নিতেও যে তিনি বেশ পারদর্শী, তা আবারও প্রমাণ করলেন ঢালিউডের এই আলোচিত নায়িকা।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে