শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খোকার ইচ্ছে

শহীদুল ইসলাম ফকির
  ০৪ জুন ২০২৩, ০০:০০

আম্মু যখন আদর করে

আম খাইয়ে দিচ্ছে,

কাঁঠাল কেন জাতীয় ফল

জানতে খোকার ইচ্ছে।

আম্মু বলে মুচকি হেসে

অনেক বড় কিচ্ছে।

আগের মানুষ বৃদ্ধ হলেও

মঞ্চে উঠে নাচ্ছে,

এখন মানুষ ফলমূলে সব

বিষ মিশিয়ে খাচ্ছে।

ভেজাল খাবার খেয়ে সবাই

রসাতলে যাচ্ছে।

কাঁঠাল হলো সুস্বাদু ফল

খেতে ভীষণ মিষ্টি,

কাঁঠাল চিড়ামুড়ি নিয়ে

আসত নতুন ইষ্টি।

কাঁঠাল গাছে কাঠ ভালো হয়

ফার্নিচার হয় সৃষ্টি।

জাতীয় ফল কেন হলো

খোকা এবার বুঝছে,

এদিক-সেদিক তাকিয়ে খোকা

জাতীয় ফল খুঁজছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে