শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খোকন যখন পালোয়ান

কোমল দাস
  ১১ জুন ২০২৩, ০০:০০

সত্যি বলছি মাঝেমধ্যেই সিংহ হাতি ধরে

ভীষণ রেগে ওদের আমি আছাড় মারি জোরে,

শুধু শুধু মারি নাকি? মারি ওদের দোষে

ক্যান বোঝ না এ সংসারে কেউ কি ওদের পোষে?

আজও ভূতের দাঁত ভেঙেছি কষে দিয়ে চড়

গতকালও মেরেছিলাম তিনটি অজগর,

বাঘ ভালস্নুক আমার কাছে পান্তা ভাতের মতো

এসব মরে আমার হাতে রোজই অবিরত।

বললেটা কী! 'শিশু হয়ে ক্যামনে এসব পার?'

এত বলা শুরু হলো আরও আছে, আরও!

এ কী বলো! চাপাবাজি করছি তোমার সাথে?

সত্যি এসব করি আমি স্বপ্নে প্রতি রাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে