সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাদলা দিন

আল আমিন মুহাম্মাদ
  ১৬ জুলাই ২০২৩, ০০:০০

বৃষ্টি পড়ে টিনের চালে টিনটিনাটিন টিন

পুকুরেতে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে বাজায় বিণ।

পুঁটি মাছের ঝাঁকে নাচে হাসে কদম ফুল

নয়া পানির উলস্নাসে ঢেউ ভাঙে নদীর কূল।

শুকনো পাতার তরি ভাসে জলের স্রোতে ওই

ছাতি মাথায় পথিক চলে মেঘেদের হইচই।

পুঁইমাচাতে পঁ্যাচা পাখির ঝগড়া চলে ধুম

স্কুলে আজ যায়নি খোকা পাতলা কাঁথায় ঘুম।

ইলশেগুঁড়ি হাওয়ায় নাচে পিছিল রাস্তা-ঘাট

ডানপিটেরা খেলায় মজে বাড়ির পাশে মাঠ।

কখন জানি সন্ধ্যা আসে ভাসে আজান সুর

বাদলা দিনে পাখিরা কেউ যায়নি অচিনপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে