সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাখির জামা কই

মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

ঘুমের আগে ছুটাছুটি

লেপ দিবে না গায়,

দৌড়ে ধরে লেপের নিচে

দেয় ঢুকিয়ে মায়।

শুয়ে শুয়ে মাকে বলে

পাখির জামা কই,

ওরা কেন খালি গায়ে

কেন পড়ে না বই।

পশুপাখির শীত লাগে না

জামা কাপড় নাই?

শীতের রাতে কোথায় থাকে

জানতে আমি চাই।

মায়ে বলে মুচকি হেসে

ঘুমাও অনেক রাত,

কালকে ওদের কাপড় দেব

খাইয়ে দেব ভাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে