সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যাচ্ছে চলে শীত

মোঃ রাসেল ভূঁঞা
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাচ্ছে চলে শীতের সকাল

শিশির বিন্দু জল,

যাচ্ছে চলে অতিথি পাখির

মিষ্টি কোলাহল।

ঘাসের ডগায় আর যাবে না

শিশির কণা দেখা,

দূর আকাশে মেলবে না আর

রঙিন পাখির পাখা।

যাচ্ছে চলে পায়েস খাবার

খেজুর রসের দিন,

যাচ্ছে চলে সরষে ফুলের

হলুদ রাঙা দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে