সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বর্ণমালার ফুল

মাসুম হাসান
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ঝর ঝর ঝর ঝর্না ধারার

উদাস করা গানে-

কুলু কুলু কূলভরা গাঙের

ঢেউয়ের কলতানে,

টকটকে লাল পলাশ-শিমুল

রক্তজবার পাতায়-

ছোট্ট শিশুর কাঁচা হাতে

শহিদ মিনার আঁকায়,

মিষ্টি মধুর পাখির সুরে

বাংলা ভাষার রব-

বর্ণমালার ফুল ফুটেছে

গৌরবের উৎসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে