সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পথশিশু

আবরার নাঈম
  ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

পথের ধারে জন্ম আমার

পথশিশু তাই বলে,

কটু কথা বলে মানুষ

পাশ কেটে যায় চলে।

কেউ বলে না, ওরে খোকা

খেয়েছ কি ভাত?

কোথায় থাকো, কেমন করে

কাটে তোমার রাত?

অসহায়ের কষ্ট দেখে

বিবেক কারো নড়ে?

তোমরা যারা বিত্তশালী

থাকো পাকা ঘরে!

অনাহারে দিবস কাটে

নির্ঘুমে যায় রাত,

ভালোবাসার পরশ মেখে

বুলায় না কেউ হাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে