শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাদীর পরিচয় নিশ্চিত হতে হাইকোর্টের নির্দেশনা

আইন ও বিচার ডেস্ক
  ২৯ জুন ২০২১, ০০:০০

ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে হওয়া মামলায় অস্তিত্বহীন বাদী খুঁজে বের করার নির্দেশনা চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর-৫১৪৭/২০২১ দায়ের করেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৪ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলা দায়েরের ক্ষেত্রে বাদীর পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে নির্দেশনা দিয়ে আদেশ দেন।

ওই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি ২৩ জুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আদালত আদেশে বলেন, বর্তমান সময় থেকে থানায় বা সংশ্লিষ্ট আদালত ও ট্রাইবু্যনালে এজাহার/অভিযোগ দায়ের করার সময় অভিযোগকারীর পরিচয় যথাযথভাবে নিশ্চিত হওয়া এবং সে লক্ষ্যে সংশ্লিষ্টদের নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণের নির্দেশ দেওয়া যাচ্ছে:

১) অভিযোগে/এজাহারে অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, ক্ষেত্রমত পাসপোর্ট নম্বর উলেস্নখ

করতে হবে;

২) এজাহারকারীর জাতীয় পরিচয়পত্র না থাকলে সে ক্ষেত্রে এজাহারকারীকে শনাক্তকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর উলেস্নখ করতে হবে;

৩) এছাড়া বিশেষ বাস্তব পরিস্থিতিতে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর লভ্য (ধাধরষধনষব) না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এজাহারকারীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য স্বীয় বিবেচনায় অন্যান্য যথাযথ পদ্ধতি গ্রহণ করবেন;

৪) আদালত কিংবা ট্রাইবু্যনালে অভিযোগ দাখিলের ক্ষেত্রে অভিযোগকারীর জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট আইনজীবী অভিযোগকারীকে শনাক্ত করবেন;

৫) অভিযোগকারী প্রবাসী কিংবা বিদেশি নাগরিক হলে সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট নম্বর উলেস্নখ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে