শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অণু পরিবার

গোলাম কিবরিয়া পিনু
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আমরা একসময়ে ছোট ছোট এলাকায়, ছোট ছোট

সম্প্রদায়ের সদস্য হয়ে--বসবাস করেছি, দীর্ঘদিন;

বেশিরভাগই ছিলাম পরস্পরের আত্মীয়, এখন তা

আর নেই! আত্মীয়তাবোধ হিমাঙ্কের নিচে চলে

যাচ্ছে, বুদ্বুদ হয়ে দেখা দিচ্ছে--ডুবে যাওয়া অণু

পরিবার; সেগুলো--বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারখানায়,

কর্ম এলাকায়, দূরবর্তী কোনো দেশে! কে হবে কার

পত্নী বা বর কিংবা সঙ্গী, সেটাও অনিশ্চিত; এখন

নিশ্চিত করে বলা যায় না--কখন যে মিটমিট করা

বাতি--জ্বলে উঠবে কিংবা নিভে যাবে রাতারাতি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে