শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোড়া সাঁকো

সরকার মাসুদ
  ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

ক. নির্জনতায় ভরা ছোট শহরের মন্থর বিকেল

গাভীর চোখের মতো জলাশয়

ফড়িং সমেত হাজার খয়েরি হলুদ ফুলের আহ্বান

আর কোনো ভালোবাসা নেই

তা সত্ত্বেও আমরা বেঁচে উঠছি কীসের আনন্দে!

এই গুমোট এপ্রিলে টেরও পাইনি

লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো

কখন নিঃশব্দে হাতছাড়া হয়ে গেছে ক্ষণজীবী প্রেম!

খ. পাখি আর পাহাড় পানির শব্দ ছাড়া

অন্য যা কিছু শব্দময় আমাকে ক্লান্ত করে

দ্রম্নত; যার ফলে আমি আরও

বেশি করে খুঁজি নৈঃশব্দ্যের ঐক্যতান

সবুজ ঘন বসতির দিকে চাপ চাপ বাড়িঘর তারও

কোনো শব্দ নেই- জঙ্গলের সাড়া নেই

আছে শুধু রংঢং নিম্নমুখী অভিমান!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে