সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জলভ্রম

স্বপ্নীল ফিরোজ
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

এখন রোবটিক দিন- ভুলে গেছি। ভুলে গেছি মেঘ, জল, মাটি, মা

এবং জীবনের কথা। এক চোখে ঘুম আর চোখে সন্ধ্যা তারা জ্বেলেও

ভুলে গেছি সব। ভুলে গেছি ঘড়ির এলার্ম বন্ধ ছিল। বন্ধ ছিল জানালা,

আয়না এবং আকাশ। ভুলে গেছি গোলাপের রং, পারাপার, একতারা

এবং বাউল। এখন গোধূলির দিন, ধুলো ওড়ছে- ভুলে গেছি। উড়ছে

অনাহত আগন্তুক, ঝরাপাতা এবং পাখির পালক। ঢেকে গেল আস্ত একটা

শহর, পুরাকীর্তি, স্বপ্নের খেলাঘর এবং চড়ুই- ভুলে গেছি। হিমশীতল

\হচোখে মৃতু্যর ওপার হতে তোমাকে দেখা- ভুলে গেছি। ভুলে গেছি

আমি কেউ নই- না চোখের বালি, না উপাস্য, না চৌরাস্তা,

কিছুই না শুধু জলভ্রম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে