সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দিন বদলায় কলমে

তাহ্‌ মিনা নিশা
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দিন বদলেছে,

কাউকে ভেবে ভেবে

কষ্ট পাওয়ার দিন এখন আর নাই।

একটা পথ বন্ধ হলো, তো কি হয়েছে?

আরও চারটা পথ খোলা আছে।

কারও বিরহে সময় অপচয় করার মতো বোকা,

এই জামানায় পাওয়া যাবে না।

এখন সবাই ব্যস্ত।

ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে

ব্যস্ত সবাই ভবিষ্যৎ গড়া নিয়ে।

ইমোশন হলো বিড়ালের মতো

যতো তাকে পাত্তা দেয়া যায় সে ঘাড়ে চেপে বসে।

তাই আবেগ ভুলে যান্ত্রিকতার দীক্ষায় ব্রত সবাই।

এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ার আগেই

হাতে নেয় এরা পালকের মতো নরম দুধসাদা টিসু পেপার।

হাসিটাও এদের ব্রেসেল্‌স লাগিয়ে সারিবদ্ধ করা

\হদু'পাটি দাঁতের কৃত্রিমতায় ভরা।

দিন বদলেছে, দিন বদলে যায় এটাই নিয়ম,

মেনে নিতে হবে, মেনে নিতে হয়।

তবুও বয়স্করা নস্টালজিক হয়!

বর্তমান প্রতিযোগীরাও একদিন নস্টালজিক হবে!

তখন আরও মডার্ন হয়ে যাবে জীবন-যাপন

আর এমনি করেই যুগের পর যুগ

চলতে থাকবে দিন বদলের পালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে