সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্রের পাড়ে

আফিফ জাহাঙ্গীর আলি
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ব্রহ্মপুত্র নদের জলে ছলাৎ ছলাৎ জলতরঙ্গ

শেষ বিকেলের রক্তিম সূর্য অস্ত যাওয়ার বেলা

গোধূলির রং, তরীর পালতোলা রং তরঙ্গে মিশে

ঝিলিমিলি ঝিলিমিলি আবির প্রস্ফুটিত জলে

তখন মনে হয় নদ ডাকছে এসো এসো কাছে

অঙ্গে আমার যৌবনের অনিন্দ্যসুন্দর রূপ বহতা!

মৃদু স্রোতের ঢেউ যেন ষোড়শীর আঁকাবাঁকা লম্বা চুল

নদের নরম হাওয়া প্রেমিকার প্রশ্বাসের মতো প্রলুব্ধ

তাই তো পার্কের বেঞ্চে বসা

প্রেমিক যুগলের বিকেল দ্রম্নত ফুরিয়ে যায়

ঠিক তেমনি নদের দিকে তাকিয়ে থাকলেও-

নদের পাড়ে কত প্রেম-ভালোবাসার ফুল-কলি ফোটে

ব্রহ্মপুত্রের পুলকিত নেত্র তা দেখে নীরবে অবিরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে