শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য অনুভূতি

বদরুল হায়দার
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্বল্পদৈর্ঘ্য অনুভূতি

স্বল্পদৈর্ঘ্য অনুভূতির হৃদয়ে ঘুমে থাকে মন।

বিলাসবহুল স্বপ্ন ডিজিটাল ঋণে মনের কিনারে বাসা বাঁধে।

দেশ প্রেমের মিনারে ওড়ে লাল-সবুজের অজয় পাতাকা।

তুমি মধ্য আয়ের ভঙ্গিতে মেলে ধরো পাখা।

\হ

আন্তঃনির্বাসনের আবেগ জড়ো হয় প্রাণে। মায়াজালে

প্রেমের শাসনে তুমি উড়ে বেড়াও স্বপ্নের উজানে।

\হ

হোসিয়ারি মনে প্রেম কিনে বেলা ডুবে হয় দুর্বিপাক।

ত্যাগ তিতিক্ষার ঝড় ওঠে নিরাবেগ স্মৃতির বিষাদে। আমি

পাষাণের মন্ত্রধ্যানে চির অভিমানে ভাসাই দুঃখ।

\হ

দোল খাওয়া রাত্রির এলোমেলো বিপত্তিতে নামে

প্রেম সংকট। ব্যর্থতা গোগ্রাসে বহুমনে ছড়ায় ব্যাকুলতা।

\হ

আনন্দ বেদনা যুগপৎ সন্ধি করে বাসনাকে ঘিরে।

ট্রেকিং হ্যাকিংয়ের মহোৎসব চলে তত্ত্বজ্ঞানে। আমি

বেদনার জ্যামে ব্যাপকতার প্রাণে হারাই উদাসে।

\হ

উদারতার ব্যাংকে চালান দিয়েছি আকুলতা।

বদান্যতায় বোধের অনুকূলে ফোটে অনন্যার তোষামোদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে