বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নীলপদ্ম

জসীম উদ্দীন মুহম্মদ
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নীলপদ্ম

কতোদিন পর আজ ঝুল বারান্দায় নীলপদ্ম ফুটেছে

তবে আমি কিছুমাত্র অবাক হইনি

বরং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হলো পাওয়া

কেউ একজন আমার মতোন কাউকে মনে রেখেছে

এর চেয়ে বেশি আর কিইবা থাকতে পারে চাওয়া!

মাঝখানে না হয় শত শত আলোকবর্ষ গত হয়েছে

কোটিখানেক টুকরো হয়েছে দুটো নিষ্পাপ হৃদয়

তাতে আর কি এমন হয়েছে...?

আগে যেমন ছিল নক্ষত্রবীথিকা এখনো তেমন রয়েছে!

কেবল বদল হয়েছে শরীর

কেবল বদল হয়েছে হাওয়া

একজীবনে মানুষের আর পূরণ হয় কয়টিইবা চাওয়া?

যাক এসব নিয়ে আর ভাবি না...ভাবতে চাইও না

জল সে সমুদ্রের হউক

অথবা হউক কাজল পুকুর

মিঠা আর লোনা বাদ দিলে এইসব কে ভাবে মধ্যদুপুর!

মানুষের রক্তে গোলাপ ফুটলে রাইফেল হাসে

রানাকুমার সিংহ

গুচ্ছ গোলাপ হাতে নিয়ে রাইফেল ঠেকানো যায় না!

রাইফেল লাল গোলাপ চায় না, চায় তাজা লাল রক্ত।

রক্ত-রঙের কার্পেটে দাঁড়িয়ে অভিবাদন নেয় হায়েনা

মিডিয়ায় ভাসে বিশেষজ্ঞ মতামত, পক্ষে-বিপক্ষে স্স্নোগান।

সভ্যতা মুখ থুবড়ে পড়ে থাকে সবুজে,মরুতে, বরফে, সমুদ্রতটে...

মানুষের রক্তে গোলাপ ফুটলে রাইফেল হাসে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে