সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ কথামালা

ইমরান হোসেন
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

তব সেই শুভ্র কোমল দেহের বুকের উপরে

গড়াগড়ি করি পাথরের উপরে পাহাড়ি ঝরনার মতো,

\হতোমার নরম মাংস পরম ধৈর্যের সঙ্গে চেটেপুটে নিব

স্নিগ্ধ করে নিব তব ঠোঁট স্তন আর ঘ্রিবা,

অতঃপর ঘামে ভেজা সোঁদা গন্ধ নিয়ে

ঘুমিয়ে পড়ব আমরা।

এপোলোর আগমন

\হশ্বেতশুভ্র প্রেমময় প্রভাত

আফ্রোদিতি আমাদের ওপর প্রসন্ন

আমরা আরও আধ্যাত্মিক হয়ে উঠি

\হযেমনটা দুনিয়ার সব প্রেমিক যুগল প্রতিটি

সঙ্গমের পরে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে