শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

যে কথা হাওয়ায় উড়ে

মেহেদী ইকবাল
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
যে কথা হাওয়ায় উড়ে

কথাগুলো উড়ে যাচ্ছে

কথাগুলো এত হালকা এত হালকা

ওজন হয়তো বা আছে কিছু তুলোর মতো

ধূলি আর ধোঁয়ার মতো সহায়ক দূষণের।

কথাগুলো উড়ে যাচ্ছে

মুখ দেখি ছোট নয় তবু কথা

এত কথা এত কথা এত এত হালকা কথা

হাওয়ায় ভাসছে কথা

এত হালকা এত হালকা ক্ষতিকর অতি!

যে কথা হাওয়ায় উড়ে

বড় মুখে ছোট কথা হালকা কথা

ডাহা ডাহা মিথ্যা কথা

দায়হীন দায়িত্বহীন উগড়ে দেওয়া কথা

ছড়ায় দূষণ শুধু দুর্গন্ধ

নিকটে টিকে থাকা ভার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে