শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কচড়া সাম্প্রতিক

রওশন মতিন
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
কচড়া সাম্প্রতিক

যান্ত্রিক হয়ে গেছে মেধা, মগজ ও মনন,

হাতের মুঠোয় খুলে দেওয়া বেশ্যার স্তনের মতো

নষ্ট চাঁদের আলোয় ব্যাভিচারি নেশার রক্ত বমন,

কামনার তুষের আগুনে ফুঁসে ওঠে ধ্বংসের রাক্ষস,

মংগার আকালে বানভাসি নিরন্ন মানুষের মিছিল,

শীতের কাঁপন, বুকের পাজরে আতংকের রক্ত হিম গর্জন,

ক্ষুধার্ত-পুষ্টিহীন শরীর হয়ে যায় বিক্ষুব্ধ জ্বলন্ত গ্রেনড

ঝলসে ওঠে সন্ত্রাস, আততায়ীর অস্ত্রের ঝলকানি,

তিমিরান্তিকে মুছে যায় জীবনের সব বিক্ষোভ,

অন্ধকারে বদলে যায় রক্তের স্বাদ, রক্তের রঙ অন্যরকম,

নষ্ট শরীর, দুর্নীতির ভাইরাস আক্রান্ত দূষিত সমাজ,

মৃতের চীৎকার, স্বপ্নের কফিনে জমে ভুলের পাহাড়,

স্বেচ্ছা নির্বাসনে আত্মহননের পথে চলি গন্তব্যবিহীন,

অথচ আমরা পৌঁছাতে চাই আলোকিত গন্তব্যে সূর্যের ঠিকানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে