মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পপিফুল ও মৎস্যকুমারী-গাভী

আজিজুল রমিজ
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

গহিন অরণ্যের পথ ধরে

মৎস্যকন্যার দল উড়ছিল সাঁইসাঁই

পাহাড়ি নির্জনতা ভেঙে;

পাখিদের উচ্ছ্বসিত হাসিতে দুলে দুলে

উঠে পদ্মের ঝোপ

নির্জনতা ভাঙে সান্ধ্যমালতীর বিহ্বলতা

অতিদূর দু'একটি সেঁজুতি

জাগোয়ারী চাঁদ জোছনা ছড়ায়

কোথাও কোথাও শ্বাপদসংকুল অন্ধকার!

একটি মৎস্যকন্যা হঠাৎ পথ হারিয়ে

শিকারিদের দুর্ভেদ্য জালে

প্রাণপণে নিজেকে ছাড়াতে চাইলো সে,

লেজ ছুড়তে থাকলো,

চকচকে দাঁতে কামড়াতে কামড়াতে হুঁশ হারালো

অবশেষে উপলব্ধি হলো

ওর দাঁত ও লেজ ডানকিনে মাছের!

মুদ্রারাক্ষসের দল ফেটে পড়লো ক্রুর হাসিতে

আহাহা!... দুঃখ করো না ছেনাল পাখি

চমৎকার উর্বশী এক আফিম ফুল তুমি

তোমাকেই দেওয়া হবে স্বর্গোদ্যান

সোনালি পক্ষীরাজের পাখা

অষ্টপ্রহর কানেকানে পঠিত হবে

পপি ফুলের আদিম মাহাত্ম্য।

এক সন্ধ্যায় মেঘমন্দ্রিত চোখ তুলে

আয়নায় দেখছে সে-

ব্রহ্মতালুদেশে স্বর্গের দুটো শিং

আধ খোলা পাপড়িদ্বয়ে সোনার মোরগফুল

গলায় ঘণ্টি, দু'পায়ে সোনালি ঘুঙুর

হাঁটলে নিতম্বেরা দুলে উঠে সৌষ্ঠব গাভীর!

হঠাৎ সোঁটার কষাঘাত-

মৎস্যকুমারী-গাভী গাত্রফুল খুলে

হাঁটে চ্যানেলে, চ্যানেলে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে