শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থমথমে বলিউড

তারার মেলা ডেস্ক
  ০১ অক্টোবর ২০২০, ০০:০০
দীপিকা পাড়ুকোন

এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরুনোর মতো ঘটনা। একটা ইসু্য তদন্ত করতে একের পর এক বের হয়ে আসছে নানা ইসু্য। তার মধ্যে সর্বশেষ বলিউডকে কোণঠাসা করে দিয়েছে মাদক এবং ধর্ষণ ইসু্য। সুশান্ত সিং রাজপুতের অপমৃতু্য যতটা নাড়া দিয়েছে ভক্তদের হৃদয়, ততটাই তোলপাড় করেছে বলিউড দুনিয়াকে। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রেম, বিচ্ছেদ, ঘৃণা, রাজনীতিসহ নানা বিষয় উঠে এসেছে। প্রকাশ পেয়েছে বলিউডের কালো অধ্যায়ও। আর এই অধ্যায়ের একটা বড় অংশজুড়ে আছে মাদক। এরই মধ্যে বেআইনিভাবে মাদক কেনা ও রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। একই অভিযোগে তার ভাই শৌভিকও গ্রেপ্তার। বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির দাবি, সুশান্ত সিং রাজপুতও মাদকাসক্ত ছিলেন। রিয়াও অভিযোগ করেছেন, সুশান্ত সিগারেটের মধ্যে গাঁজা ভরে খেতেন। আর এই মাদকাসক্তির শিকড় নাকি অনেক গভীরে। বলিউডের অসংখ্য নায়ক-নায়িকা এর শিকার। এই সূত্রেই চার নায়িকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত সিংকে জেরা করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ বু্যরো। শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রিত সিংকে। গত শনিবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে এনসিবি। ওই দিন সন্ধ্যা ৭টায় জিজ্ঞাসাবাদ করা হয় সারা আলি খান আর শ্রদ্ধা কাপুরকেও। এ ছাড়া মাদক সংশ্লিষ্টতায় করণ জোহরের প্রযোজনা সংস্থার সাবেক কর্মী ক্ষিতিস রবি প্রসাদকে গ্রেপ্তার করা হয়। স্মরণকালে বলিউডের এমন অবস্থা দেখেননি কেউই। নব্বইয়ের দশকে মুম্বাই বিস্ফোরণ মামলার সূত্রে সঞ্জয় দত্ত কিংবা কৃষ্ণসার হরিণ হত্যা বা গাড়িচাপা দেওয়ার মামলায় সালমান খানকে নিয়ে হইচই কম হয়নি। কিন্তু একসঙ্গে একই দিনে এত জনকে ঘিরে টানাটানি পড়েনি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় একঝাঁক তারকার নাম থাকলেও তাদের জিজ্ঞাসাবাদ নিয়ে এভাবে ঝড় ওঠেনি বলিউডে। দীপিকাকে প্রথমে শুক্রবার ডেকেছিল সিবিআই। সেদিন দীপিকা এক দিন সময় চেয়ে নেন। স্বামী রণবীর সিংহ বলেছিলেন, অনুমতি পেলে তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান। কিন্তু না, শনিবার সকাল ১০টায় দীপিকা একাই গিয়েছিলেন কোলাবার ইভলিন গেস্ট হাউসে। জানা গেছে, দুই দফায় দীপিকার সঙ্গে কথা বলেছেন এনসিবি কর্তারা।

এ ছাড়া দীপিকার সাবেক ম্যানেজার কারিশমা প্রকাশকেও আগের দিন সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শনিবার তাকে আবারও ডেকে পাঠানো হয়। দীপিকা এবং কারিশমাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। দীপিকা কী বলেছেন, এনসিবি আনুষ্ঠানিকভাবে তা না জানালেও ভারতের একাধিক পত্রিকা সূত্রে জানা যায়, দীপিকা বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেছেন। কিন্তু এও দাবি করেছেন, তিনি নিজে মাদক নেননি এবং হোয়াটসঅ্যাপে 'মাল হ্যায় ক্যা' বলে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন, সেটা মাদক নিয়ে নয়। কারিশমাও বলেন, দীপিকা স্বাস্থ্যসচেতন। তিনি মাদক সেবন করেন না। অন্যদিকে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের জিজ্ঞাসাবাদ শুরু হয় শনিবার দুপুরে। সারাকে চার ঘণ্টা এবং শ্রদ্ধাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দু'জনেই দাবি করেছেন, তারা মাদক সেবন করেন না। কিন্তু শুটিংয়ে এবং অন্যত্র সুশান্তকে মাদক নিতে দেখেছেন। 'ছিছোড়ে' ছবির সাফল্য উপলক্ষে সুশান্তের পাওয়ানা গেস্ট হাউসে পার্টিতে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন শ্রদ্ধা।

আর সারা জানিয়েছেন, 'কেদারনাথ' শুটিংয়ের কথা। সুশান্তের সঙ্গে তার সম্পর্ক এবং থাইল্যান্ডে বেড়াতে যাওয়া এবং পার্টি করার কথাও বলেছেন। এত অভিযোগের মাঝে একেবারে চুপ বলিউডের প্রথম সারির অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো অভিনেতারা। মুখ খোলেননি রণবীর সিংহও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113765 and publish = 1 order by id desc limit 3' at line 1