শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনো গৃহবন্দি লিজা

তারার মেলা রিপোর্ট
  ০৩ জুন ২০২১, ০০:০০

অডিও অঙ্গনের আলোচিত একটি নাম লিজা। বিশেষ করে স্টেজ শো মাতানোর জন্য তুমুল আলোচিত এ গায়িকা। তবে আপাতত স্টেজ শো কিংবা টিভি শো থেকে দূরে রয়েছেন তিনি। জানালেন, করোনার কারণে লিজা ঘর থেকে একদমই বের হচ্ছেন না। যাচ্ছেন না কোনো টিভি চ্যানেলে কিংবা কোনো শো'তে। খুব বেশি একঘেয়ে হয়ে উঠলে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নিজের মতো করে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। এদিকে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয় 'বাংলা ভাষা' শিরোনামের একটি গান। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক এবং গানটির সুর করেছেন লিজারই সঙ্গীত গুরু আনোয়ার হোসেন আনু। এছাড়াও প্রকাশিত হয়েছে অন্য ইউটিউব চ্যানেলে লিজার কণ্ঠে 'লতা মুঙ্গেশকরের গান 'আকাশ প্রদীপ জ্বলে' গানটি। গানটি লিখেছেন পবিত্র কুমার এবং সুর করেছেন সতীনাথ মুখোপাধ্যায়। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। এছাড়াও মিজানের লেখা ও শওকত আলী ইমনের সুরে 'রঙ্গিলা বন্ধু' শিরোনামের একটি গান গেয়েছেন। লিজা বলেন, করোনার প্রকোপ পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো স্টেজ শো কিংবা টিভি শোতে অংশ নেব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে