শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের আলোকচ্ছটায় নাদিয়া

মাসুদুর রহমান
  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

টিভি নাটকের দু্যতিময় এক অভিনেত্রীর নাম নাদিয়া আহমেদ। শুধু অভিনয়েই নন, নাচেও দু্যতি ছড়ান আলোচিত এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই নাচ এবং অভিনয়- দুই মাধ্যমেই নিজের সুনাম ধরে রেখেছেন দক্ষতার সঙ্গে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিভি নাটকে তার চাহিদাও বাড়ছে। অভিনয়ের ব্যস্ততায় প্রতিনিয়ত ছুটে চলছেন এক শুটিং থেকে অন্য শুটিংস্পটে। সারা বছর লাইট-ক্যামেরায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও স্বস্তি নিতে প্রতি বছর আলাদা করে একটু সময় কাটাতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যানসাসে। সেখানে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। কিন্তু করোনার কারণে গত দুই বছর তাদের সঙ্গে দেখা করতে যেতে পারেননি নাদিয়া। অবশেষে এবার জুনের শেষদিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া। টানা প্রায় দুই মাস আমেরিকায় দারুণ সময় কেটেছে তার। বললেন, 'অনেক দিন পর নিজেকে সময় দিতে পেরে ভালো লেগেছে। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি এবং একসঙ্গে ঈদ করেছি। এবারের সময়টা একটু অন্যরকম ছিল। কারণ এর মধ্যে আমার বোনের বাগদান হয়েছে। প্রথম কয়েক দিন করোনার কারণে বাসায় ছিলাম। তারপর বোন নন্দিতার সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছি ঐতিহ্যবাহী স্পটগুলোতে। সেই সঙ্গে শপিং করেছি। যেন চোখের পলকে কেটে গেছে যুক্তরাষ্ট্রে থাকা দিনগুলো।'

শোবিজ অঙ্গনের অনেকেই দেশ ছেড়ে স্থায়ী হয়েছেন উন্নত রাষ্ট্রে। এদের মধ্যে সময়ের চাহিদাসম্পন্ন অনেক গুণীশিল্পীও রয়েছেন। নাদিয়ার পরিবার দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন। সেখানে তিনি স্থায়ী হবেন কিনা জানতে চাইলে নাদিয়া বলেন, 'আমি আমার দেশ বাংলাদেশকে ভীষণ ভালোবাসি। আমার কর্মক্ষেত্র, এখানকার মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি। জানি আমার দেশে নানা সমস্যা রয়েছে। কিন্তু তারপরও এ বাংলাদেশ আমার দেশ। দেশকে ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নেই আমার। এখানকার আলো-বাতাসে বেড়ে উঠেছি, বড় হয়েছি, স্বস্তির শ্বাস নিতে ভালোবাসি।'

গত ২৩ আগস্ট দেশে ফিরেছেন নাদিয়া। সারা বছরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয় নাদিয়ার নাটক। বছরের বিশেষ দিবস উপলক্ষে অভিনয়ে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে এবার আমেরিকায় চলে যাওয়ায় গত ঈদে খুব বেশি নাটকে দেখা যায়নি এই অভিনেত্রীকে। ৭ পর্বের তিনটি ধারাবাহিক ও তিনটি খন্ড নাটকে কাজ করেছিলেন। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তারও মন অস্থির হয়ে ওঠে। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে গেলেও দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। নতুন নাটক ছাড়াও এই অভিনেত্রীর হাতে আছে একাধিক ধারাবাহিক নাটক। উলেস্নখযোগ্য নাটকগুলো হলো- 'বউ বিরোধ', 'কর্পোরেট ভালোবাসা, 'ফ্যামিলি ফ্যান্টাসি, 'গোলমাল, 'মধুমতি' ও 'মধুপুর'। প্রতিটি নাটকে অভিনেত্রী ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

নাদিয়া অভিনয় ক্যারিয়ারে পার করেছেন দীর্ঘ সময়। নিজেকে মেলে ধরেছেন নানান চরিত্রে। টিভি নাটকে তার গ্রহযোগ্যতাও অনেক। কিন্তু সেই তুলনায় চ্যালেঞ্জিং চরিত্রে তেমন দেখা যায় না এই অভিনেত্রীকে। এ নিয়ে নাদিয়া বলেন. 'এটা ঠিক, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কাজের সংখ্যা আমার তেমন হচ্ছে না। না হওয়ার কারও আছে। গল্প না হলে তাহলে তেমন কাজ করব কীভাবে? আমরা কথায় কথায় বলি, দর্শকের চাহিদা। তবে এর সঙ্গে আমি একমত নই। আমরা দর্শকদের যা দেব তারা সেটিই উপভোগ করবেন। এখন কীভাবে দেব সেটি শিল্পী-নির্মাতার ওপর নির্ভর করে।' সময়ের পালা বদলের এখন জোয়ার বইছে ওটিটি পস্ন্যাটফর্মের। নাক-চলচ্চিত্রের অনেক তারকাই অভিনয় করছেন এই নতুন মাধ্যমে। টিভি নাটকের বাইরে ওটিটিতেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। তবে নিয়মিত নন। ভালো গল্প ও চরিত্র পেলে এখানেও নিয়মিত কাজ করবেন বলে জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চে নাচের তালে তালে দর্শকদের মাতিয়ে তোলেন। নাদিয়া-লিখন নাচের পরিচিত একটি জুটি। কিন্তু করোনার কারণে অনেক দিন তাকে নাচের মঞ্চে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ এপ্রিল মাসে আরটিভির একটি অনুষ্ঠানে মঞ্চে নেচেছিলেন নাদিয়া। এ নিয়ে নাচের নাদিয়া বলেন, 'করোনার কারণে কোনো মঞ্চ অনুষ্ঠানই তো হচ্ছে না। অনেক কিছুর মতো নাচের প্রোগ্রামও থেমে আছে। তবে সময় ভালোর দিকে। আশা করি, নাচের অনুষ্ঠানও আবার শুরু হবে। দর্শকরা আমাকে দীর্ঘদিন নাচের মঞ্চে না দেখলেও চর্চা অব্যাহত রেখেছি।'

নাচ ও নাটকে থাকলেও এই অভিনেত্রী নেই চলচ্চিত্রে। ছোটপর্দার অভিনয় শিল্পীরা চলচ্চিত্রের জন্য মুখিয়ে থাকলেও কেবল ব্যতিক্রম নাদিয়া। কিন্তু কেন? এ নিয়ে তিনি বলেন, 'আসলে অভিনয়ে আমার আসা নৃত্য থেকে। দীর্ঘদিন টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে এখনো অভিনয় করা হয়নি। আমি কিন্তু চলচ্চিত্রের প্রচুর প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। শুরু থেকেই চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ ছিল না। যে গল্পের যেমন চরিত্র চাই তা ব্যাটে-বলে মিলছে না। যদি কখনো মিলে যায় তা হলে অভিনয় করব। তবে চলচ্চিত্রে আমার আগ্রহটা অবশ্যই আর্টফিল্মের প্রতি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে