শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশমিকার ওটিটি যাত্রা...

জাহাঙ্গীর বিপস্নব
  ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

দক্ষিণী অভিনেত্রী হলেও নিজেকে তামিল- তেলেগু কিংবা কন্নর ভাষার সিনেমার নায়িকা মানতে নারাজ রাশমিকা মন্দানা। তিনি নিজেকে কেবল ভারতীয় অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই সুবাদে খুব অল্প সময়েই বলিউডে শক্ত একটা অবস্থান তৈরি করেছেন রাশমিকা। শুধু তাই নয়, বেশ কিছু দিন ধরেই আলোচনার পাশাপাশি সমালোচনার কেন্দ্রেও জায়গা করে নিয়েছেন সময়ের ব্যস্ত এই অভিনেত্রী। বর্তমানে একের পর এক ছবি রয়েছে তার ঝুলিতে। এদিক থেকেও দক্ষিণী স্টার বলা চলে না আর তাকে। কারণ, তিনি এখন হলেন প্যান ইন্ডিয়া স্টার। বলিউডেও একাধিক ছবি করছেন তিনি। দক্ষিণী ছবি 'পুষ্পা'র মধ্যে দিয়ে সবার নজর কাড়েন রাশমিকা। তারপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে। ইতোমধ্যেই 'গুডবাই' দিয়ে বলিউডে অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমাতেই বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন। তবে বক্স অফিসে ছবি সেভাবে সুবিধা করতে না পারলেও পরবর্তী ছবি 'অ্যানিম্যাল' নিয়ে বর্তমানে ব্যস্ত ও অনেক আশাবাদী তিনি। এরই মাঝে বিতর্কে নাম জড়িয়ে যায় রাশমিকা মন্দানার। হঠাৎই মন্তব্য করে বসেন, 'বলিউডের রোমান্টিক গান দক্ষিণের চেয়ে অনেক এগিয়ে।'

তাতেই ঘটে বিপত্তি। চরম ট্রোলের শিকার হতে হয় তাকে। যদিও এই মর্মে মুখ খোলেন রাশমিকা। তার মুখে বলিউডের প্রশংসা শুনে অনেকে ধারণা করছেন নিজের মাটি ভুলতে বসেছেন রাশমিকা। প্রশ্নের সুরে কেউ কেউ আবার বলছেন, দক্ষিণ সিনে দুনিয়া তাকে যে জায়গা করে দিল, তা তিনি ভুলে গেলেন কী করে?

এতকিছুর মধ্যেও দুর্দান্ত একটা বছর পার করলেন রাশমিকা মন্দানা। আর চলতি বছরটিও নিজের করে নিতে চলেছেন তিনি। ২০২৩ সালে তার চারটি ছবি মুক্তি পেতে চলেছে তাও আবার বিভিন্ন ভাষায়। এর মধ্যেই বছরের শুরুতে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। আগামীকাল প্রথমবারের মতো ওটিটি পস্ন্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর 'মিশন মজনু' সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রাশমিকা। এই ছবিতে রাশমিকা আংশিক দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার তাকে এমন কোনো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তিনি কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন?

ওই সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, কেন এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন। জবাবে রাশমিকা বলেন, 'অভিনেতা হিসেবে আমি এমন চরিত্র এর আগে করিনি। তার ওপর এই ছবিটির প্রেক্ষাপট এমন একটা সময়ের যে, তখনকার মতো করে আমায় সাজতে হতো। আমার মনে হয়েছিল, আমি সামলাতে পারব তো? সবটাই তো আমার কাছে নতুন। আমাকে ট্রেনিং নিতে হয়েছিল আংশিক দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করার জন্য।' কিন্তু না দেখে অভিনয় করাটা কি সহজ ছিল? এর উত্তরে রাশমিকা স্পষ্টই জানান 'না, অনেক কষ্টকর ব্যাপার ছিল। আমি সেই ব্যক্তি যে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করি। কিন্তু এই ছবিতে কথোপকথনের সময় আমি কারও দিকে তাকাতে পারতাম না। আমি তারিকের (সিদ্ধার্থের চরিত্র) দিকে তাকাতে পারতাম না শুটিংয়ের সময়। ভীষণ কষ্টকর ব্যাপার ছিল। আমি তো অভিনয়টা পড়ে, শিখে আসিনি। ফলে আমাকে ওই মুহূর্তগুলোতে বেঁচে বুঝতে হয়েছে, অনুভব করতে হয়েছে। এটা আমার কাছে ভীষণই চ্যালেঞ্জিং ছিল।'

তিনি জানান, অভিনয় শুরু করার আগে তাকে বিশেষ ট্রেনিং নিতে হয়েছিল- এটা শেখার জন্য। একজন আংশিক দৃষ্টিশক্তিহীন মানুষ কীভাবে সবটা দেখেন, তার শারীরিক ভাষা কেমন হয় ইত্যাদি। রাশমিকা বলেন, 'কয়েক সপ্তাহ ধরে আমি টানা ওয়ার্কশপ করি। শেষে এমন হয়ে গিয়েছিল যে মাথা ধরে যেত। তারা আমার চোখ বেঁধে টেনিস বল ছুড়ে দিতেন এবং আমাকে ওই শব্দ শুনে সেটাকে ধরতে হতো। ওটা ভীষণ কষ্টকর ছিল। যাই হোক, সব কষ্ট আনন্দে পরিণত হবে, যখন সিনেমাটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে। বছরটা শুরু হচ্ছে আমার ওটিটি যাত্রা দিয়ে। আমি চাই, আমার প্রত্যাশা এই যাত্রা সফল হোক। পুরো বছরটাই সাফল্যে কাটুক।'

বলিউডপ্রেমীরাও আশা করছেন এই সিনেমার মাধ্যমে রাশমিকা মন্দানা ও সিদ্ধার্থ মালহোত্রা দর্শকদের মন জয় করবেন। সেই সঙ্গে তারা বলিউডেও স্থায়ী আসন করে নেবেন। মিশন মজনু ছবিটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। শান্তনু বাগচী এটার পরিচালনা করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, শারিব হাশমি এবং রজিত কাপুর। এরই মধ্যে মুক্তি পেয়েছে 'মিশন মজনু'র ট্রেইলার। এই ছবিতে পাকিস্তানের এক অফিসারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। আর এর মাধ্যমে বলিউডে প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-রাশমিকা।

'মিশন মজনু' সিনেমায় অভিনয় প্রসঙ্গে রাশমিকা মন্দানা বলেন, 'থ্রিলার ঘরানার সিনেমা বরাবরই আমার ভালো লাগে। আমি মনে করি, নতুন প্রজন্মের বেশির ভাগ দর্শক এই ঘরানার সিনেমা বেশি পছন্দ করেন। এ সিনেমায় আমি আমার চরিত্রটি যথাযাথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক সিনেমাটি দারুণভাবে উপভোগ করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে