সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফারিণের অন্যরকম ঈদ

মাতিয়ার রাফায়েল
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

ছোটপর্দায় ক্যারিয়ারের স্বল্পতম সময়ের মধ্যেই আলোচিত অভিনেত্রীদের অন্যতম হয়ে ওঠেন 'কারগার'খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যে বছর (২০১৭) তিনি ছোটপর্দায় পা রাখেন, সে বছরই ছোটপর্দায় অভিষেক ঘটে আরেক আলোচিত মডেল অভিনেত্রী কেয়া পায়েলের। সময়ের পরিক্রমায় তারা দু'জনই দর্শকপ্রিয়তা অর্জনে বেশ ভালোই সক্ষম হয়েছেন। এর মধ্যে তাসনিয়া ফারিণ দেশের গন্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করে সুনাম অর্জন করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমাটির নাম 'আরো এক পৃথিবী'। ্‌ টলিউড পরিচালিক তনু ঘোষের এই সিনেমার মাধ্যমে বেশ ভালোই সাড়া ফেলে দিয়েছিলেন ওপার বাংলার দর্শকের মাঝে। পুরো কলকাতা সিটিতে তাসনিয়া ফারিণের ছবি শোভিত পোস্টার ছেয়ে গিয়েছিল। প্রত্যাশার পারদ এতটাই চড়েছিল ছবিটি ঘিরে তাসনিয়ার ক্যারিয়ারে একটা বড় কিছুই যেন অপেক্ষা করছিল। তবে ঢালিউডের মতো টলিউডের ছবি বাজারও মন্দা হওয়ায় চলচ্চিত্রে তাসনিয়া ফারিণের অভিষেকের ভালোমন্দ কিছুই যাচাই করা যায়নি। তারপরেও প্রথম চলচ্চিত্র হিসেবে কেমন অভিজ্ঞতা হলো জানতে চাইলে তাসনিয়া বলেন- 'সিনেমায় অভিনয় তো করলাম মাত্রই একটি। এই একটি সিনেমায় অভিনয় দিয়ে তো নিজের অভিজ্ঞতার কিছুই শেয়ার করা যাবে না। তারপরেও প্রথম সিনেমায় অভিনয় করার পর প্রেক্ষাগৃহে গিয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষ টিকেট কেটে সিনেমা দেখতে চায় এইটা; আর এই যে নিজের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছে- এটা তো একজন শিল্পীর জন্য অনেক সৌভাগ্যের। এই জিনিসটাই আমাকে পরবর্তী সময়ে আরও সিনেমা করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে বলে আশা রাখি।' তাসনিয়া ফারিণের জন্য চলিচ্চিত্রে অভিনয়ের ভিতটা গড়ে দেয় মূলত বেশ কয়টি ওয়েব কন্টেন্টই। সমসাময়িক ছোটপর্দার অভিনয় শিল্পীদের মধ্যে যারা ওটিটির কন্টেন্টে অভিনয় করে সাড়া জাগিয়েছেন তাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ। এর মধ্যে তার 'কারগার' তো অসম্ভব দর্শকপ্রিয়তা অর্জন করে। ওয়েব সিরিজে অভিনয় করে আলোচিত হওয়াতেই চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ বেড়ে যায় তার প্রতি। সেক্ষেত্রে প্রাপ্তির হিসেবে নবীন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া বেশ খানিকটা এগিয়েই আছেন বলা চলে। ওটিটিতে একটা ভালো চাহিদা তৈরি হয়েছে তার। সেই হিসাবে এবারের ঈদেও ওটিটিতে তার নতুন কন্টেন্ট আসার কথা। সেই বিবেচনায় নতুন কোনো ওয়েব কন্টেন্ট আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এবার ঈদে আমার নতুন কোনো ওয়েব কন্টেন্ট আসছে না। যদি আসে পরে জানাব। এর মধ্যে ওটিটিতে করা আমার বেশ কিছু কাজ দর্শকদের পছন্দ হয়েছে। এখন আমি চাই মানসম্মত কাজ করতে। এমন যেন না হয়, ওটিটিতে ভালো কাজ করলাম, কিন্তু গল্পটি নিম্নমানের। এমন কাজ করে আগের অর্জন ধুলায় মিশিয়ে দিতে চাই না।' ব্যাপার কি? এখন কি তবে মান যাচাই-বাছাইয়ে ঝুঁকে পড়ছেন তাসনিয়া ফারিণ? নতুন চলচ্চিত্রও হাতে নেননি আবার ওটিটিতেও নতুন ব্যস্ততা নেই- তাহলে কী ছোটপর্দাতেই ব্যস্ত সময় যাচ্ছে তাসনিয়ার? এ নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া নিজেই জানালেন, ছোটপর্দায় এবার তার খুব বেশি নাটক আসছে না। মাত্র চারটি নাটক ঈদে প্রচারিত হতে পারে বলে জানালেন। অথচ গত ঈদে দেখা গেছে, এই তাসনিয়া ফারিণের এক ডজনের বেশি নাটক প্রচারিত হয়েছে। তাই ব্যাপারটি যেন অবিশ্বাস্যই ঠেকলো। যেখানে তিনি নতুন কোনো সিনেমার শুটিংয়েও নেই, ওটিটিতেও ব্যস্ত নন- সেখানে তার নাটকের সংখ্যা এত কম কেন জানতে চাইলে বলেন, 'এখন আমি বেছে বেছে নাটক করব বলে মনস্থির করেছি। আমি কাজ করার জন্য কাজ করতে চাই না আর। অনেক নাটক করেছি। আগে ঈদ উৎসবে কার হাতে কতটা নাটক এ নিয়ে শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা হতো। এখন ওই জিনিসটা মাথায় কাজ করে না। আমি মনে করি, ২০টি কাজের চেয়ে ভালো দুই বা চারটি কাজই শিল্পীকে এগিয়ে দিতে পারে। বেশি কাজ হলেই বরং দর্শক কনফিউজড হয়ে পড়ে- কোন কাজটি কেমন হলো এটা সহসা বুঝতে পারে না। যে নাটক আমারই পছন্দ হবে না সেটা দর্শকের পছন্দ হবে কী করে। তাই, আমি আগে নিজে যাচাই-বাছাই করেই কাজটি করতে চাই।' প্রশ্নটি যখন তাকে করা হয় তখনো তিনি একটি নাটকের শুটিংয়ে ছিলেন। এবারে ঈদে যে নাটকগুলোতে অভিনয় করেছেন তার নাম জানতে চাইলে বলেন, 'নাটকের নাম তো বলতে পারব না'। তবে নাটকের নির্মাতাদের নাম বলতে পারব। নির্মাতাদের নামই জানতে চাইলে বলেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাফাত মজুমদার রিংকু, মোহাম্মদ মিফতা আনান আর শিহাব শাহীন। নামগুলো দেখে বোঝা গেল তাদের সবাই সুপরিচিত এবং কেউ কেউ ছোটপর্দার পাশাপাশি বড়পর্দার নির্মাতাও। এ থেকেও বোঝা যায় তাসনিয়া ফারিণ অভিনয়ের জন্য এখন নির্মাতাও বাছ-বিচারের পথে হাঁটছেন। ঈদের নাটকে শুটিংয়ের ব্যস্ততা শেষে ঈদের দিন যে কোনো ব্যস্ত শিল্পীর জন্যই একটা অনাবিল স্বস্তি বয়ে আনে। ঈদের এই দিনটিতেও একেক শিল্পীর কাছে একেক রকম অনুভূতির প্রকাশ ঘটে। এবারের রোজার ঈদ কোথায় কাটাবেন জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, 'বরাবরের মতো আমি ঢাকাতেই ঈদ কাটাই। ঈদ আমার কাছে অন্যান্য দিনের চেয়ে আলাদা কিছু মনে হয় না। তবে এ দিনটিতে সারাদিন বাসায় থাকি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে