সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বলিউডে ঈদের ছবি

জাহাঙ্গীর বিপস্নব
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় সালমান খান ও পূজা হেগড়ে

বয়স প্রায় ষাটের কাছাকাছি। কিন্তু এখনো অপ্রতিরোধ্য যিনি। বলিউডে দীর্ঘদিন ধরেই রাজত্ব করে আসছেন তিনি। বিশেষ করে গত দশকের বলিউডের বক্স অফিসের পুরোটাই ছিল তার দখলে। ভাইজান, চুলবুল পান্ডে, টাইগারসহ ক্যারিয়ারে বেশ কয়েকটি নামও যুক্ত হয় এই দশকেই। পরিবার ও একান্ত কাছের মানুষের কাছে ছোটবেলা থেকেই তিনি সালস্নু নামে পরিচিতি। যদিও একান্ত কাছের মানুষ ছাড়া অন্য কারোর মুখ থেকে সালস্নু নামটি শুনলে ভীষণ ক্ষেপে ওঠেন তিনি। পাঠকের নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে! তার পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান; উপমহাদেশের সিনেমাপ্রেমীদের কাছে যিনি সালমান খান নামেই পরিচিত। লম্বা ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় যেমন অভিনয় করেছেন, তেমনি অসংখ্য নায়িকার বিপরীতেও অভিনয় করেছেন তিনি। বলিউডে সালমানই একমাত্র নায়ক; যিনি সবচেয়ে বেশি নতুন নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন। কারণ, নায়িকা তার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ না। সিনেমার গল্প, চিত্রনাট্য ও নিজের চরিত্রকেই সব বময় বেশি প্রাধান্য দিয়েছেন। গত দেড় দশকে বেশির ভাগ ছবিতেই নাম ভূমিকায় তথা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আর সবগুলো ছবি যেমন হিট হয়েছে, তেমনি আলোচনায় এসেছেন সালমান খানের নায়িকারা। সেই ধারবাহিকতায় এবার আরও এক নতুন নায়িকার সঙ্গে দেখা যাবে ভাইজান খ্যাত এই বলিউড সুপারস্টারকে। নাম তার পূজা হেগড়ে। যদিও এরই মধ্যে সিনেমার ক্যারিয়ারে এক দশক পূর্ণ হয়েছে তেলেগু, তামিল কিংবা হিন্দি ছবির এই অভিনেত্রীর। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের নিচের জমি শক্ত করছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। গস্ন্যামার আর অভিনয়ের মাধ্যমে জিতে নিচ্ছেন দর্শকের মন। ফলে একের পর এক বড় সিনেমা তার ঝুলিতে যোগ হচ্ছে। এই যা! সিনেমার নামটাই তো বলা হলো না। ঈদের সিনেমা হিসেবে ভারতজুড়ে মুক্তি পাচ্ছে সালমান খান ও পূজা হেগড়ে অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' নামের সিনেমাটি। বেশির ভাগ ঈদেই সালমান খানের সিনেমা মুক্তি পায় বলিউডে। সেগুলো বেশ ব্যবসা সফলও হয়। সেই ধারবাহিকতা রক্ষা করতে এবারও ছবিটি ব্যবসা সফল করতে প্রচারণার সব কৌশলই চালাচ্ছে ছবির পুরো টিম। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিচালনা করেছেন ফরহাদ সামঝি। এতে সালমান-পূজার সঙ্গে আরও আছেন ভেঙ্কটেশ, শেহনাজ গিল, রাঘল জুয়াল, সিদ্ধার্থ নিগম প্রমুখ। ঈদ উপলক্ষে আগামীকাল ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। সালমান-পূজার রসায়ন 'নিঃসন্দেহে ভারতবাসীর জন্য বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে- সম্প্রতি সিনেমাটির ট্রেইলার মুক্তি পেতেই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান ভক্তরা। ট্রেইলারে দু'ধরনের লুকে ধরা দিয়েছেন সালমান। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সালমান জানান কীভাবে শুটিংয়ে তিনি অ্যাকশন শেখাতেন বক্সার বিজেন্দ্র সিংকে। জানালেন কীভাবে পলকের মাত্র ৮ বছর বয়সে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় অভিনেতার। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানটিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কয়েকশ নিরাপত্তা কর্মীতে মোড়া মুম্বাইয়ের এক মাল্টিপেস্নক্সে ট্রেইলার অবমুক্ত করা হয়। ট্রেইলারে সালমানের ছবির সমস্ত উপকরণই দেখা যায়। একদিকে রয়েছে প্রেম, পরিবার তো অন্যদিকে দেখা যায় ভয়ংকর অ্যাকশন। ট্রেইলার দেখেই অনেকেরই মতামত ফিরেছেন পুরনো সালমান। এক ঘণ্টায় এই ট্রেইলার দেখে ফেলেছেন ১.৭ মিলিয়ন দর্শক। এই সিনেমায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে, তাই এই সিনেমাকে ঘিরে উৎসাহের ঢেউ বয়ে যাচ্ছে তার অনুরাগীদের মধ্যেও। ট্রেইলারের পর নেটমাধ্যমে প্রকাশ্যে আসে সালমনের ঈদ রিলিজের ঝলক। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে একদম চেনা মেজাজে ধরা দিয়েছেন এই তারকা। টিজারের শুরুতেই সালমানের ফাটাফাটি ওয়ান লাইনার, 'সহি কা হোগা সহি, গলত কা গলত'। জানিয়ে দিলেন, 'আমার কোনো নাম নেই, তবে লোকে আমাকে ভাইজান বলে'। মারকাটারি অ্যাকশনের ফাঁকেই হাঁটুর বয়সি পূজা হেগড়ের সঙ্গে রোমান্সেও মত্ত হতে দেখা গেল তাকে। কখনো আবার দক্ষিণ ভারতীয় সাজে মাত দিলেন সালমান। লুঙ্গি তুলে ড্যান্সও করলেন পুরোদমে। 'পাঠান'-এ যেমন শাহরুখের সুদর্শন চেহারা নজর কেড়েছে, তেমনই এই ছবিতেও পুরুষালি চেহারায় সালমান খান ফের একবার চমকে দিয়েছেন। টিজারের শেষে রক্তাক্ত সালমানের দেখা মিলল। তবে চোখে-মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। তার মুখে শোনা গেল জবরদস্ত সংলাপ, 'যখন মন, শরীর বলে অনেক হয়েছে ভাই, এবার তো থামো, আমি বলি ব্রিং ইট অন'। এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের দায়িত্বেও রয়েছেন সালমান খান। করোনারকালে বক্স অফিসে সালমানের সিনেমা বলতে কেবল 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। তাও এই ছবির কেন্দ্রে ছিল অভিনেতার ভগ্নিপতি। আগে এই ছবির নাম ছিল 'কভি ইদ, কভি দিওয়ালি'। পরে নাম পালটে দেন সালমান খান। ঝাকড়া চুলের নয়া সালমানকে দর্শক কতটা গ্রহণ করবেন- তার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। ঈদ মানেই বক্স অফিসে সালমার খানের ছবি। মাঝে কয়েক বছর করোনার জেরে সেই ট্রেন্ড ধরে রাখতে পারেননি সালমান। তবে ফের একবার পুরোনো ফর্মুলাকে কাজে লাগিয়েই বস্নকবাস্টার ছবি উপহার দিতে প্রস্তুত এই বলিউড তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে