শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৎস্যকন্যা সাবিলা

তারার মেলা রিপোর্ট
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০

ব্যস্ত মাছের বাজার। সকালে মাছ বেচাকেনায় বেশ জমে উঠেছে বাজার। বাজারের এক কোণে মাছ নিয়ে বসেছেন সাবিলা। একটু পরপর পানি ছিটাচ্ছেন মাছের ওপর, মাছি তাড়াচ্ছেন। ক্রেতা এলে দামও হাঁকাচ্ছেন। এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। 'মৎস্যকন্যা' নামে একটি এক ঘণ্টার নাটকে মাছ ব্যবসায়ী আমেনা চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি করতে রাজধানীর মিরপুর ৬ নম্ব্বর সেকশনের মাছ বাজারে মাছের ডালি নিয়ে বসে শুটিং করছেন সাবিলা। কোনো কোনো সময় একজন নারীকে বাধ্য হয়ে সংসারের হাল ধরতে হয়। নারী হয়েও তাকে সমাজের নানা ধরনের বাধাবিপত্তি পেরিয়ে কাজ করতে হয়। 'মৎস্য কন্যা' নাটকের গল্পে তেমনই একটি চরিত্র আমেনার। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। সাবিলা বলেন, 'চরিত্রটি মজার হলেও অভিনয় করতে ভালো বেগ পেতে হয়েছে। আসলে একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে একজন অভিনয় শিল্পীকে অনেক কষ্ট করতে হয়।' দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আলোক হাসান। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে