শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে মারে: নরেন্দ্র মোদি

যাযাদি ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৪, ১২:২৮
নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে মারে: নরেন্দ্র মোদি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে দেশটি জুড়ে চড়ছে প্রচারণার পারদ। গত বৃহস্পতিবার কোচবিহারে হাইভোল্টেজ সভার পর শুক্রবার রাজস্থানের চুরুতে সভা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান রাজ্যে নিজ দল বিজেপির প্রচার সভায় এদিন আরেকবার নাম না নিয়েই প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

সম্প্রতি, পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যা ঘিরে প্রভাবশালী বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ওই ২০ জনকে পাকিস্তানের মাটিতে হত্যার নির্দেশ দিয়েছিল দিল্লি। আর, এর নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। রিপোর্টে পাকিস্তানের বেশ কয়েকজন অফিসার দাবি করেন, ওই ২০ জনকে হত্যার নির্দেশ সরাসরি দিল্লি থেকে এসেছিল।

রিপোর্টে বলা হয়েছে, মৃতরা বেশিরভাগই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের দ্বারা নিহত হয়েছে। পাকিস্তানি গোয়োন্দাদের দাবি, এর নেপথ্যে ভারতীয় গোয়েন্দা বিভাগের স্লিপার' সেল কাজ করছে। অবশ্য, গার্ডিয়ানের রিপোর্টের সমস্ত দাবি খারিজ করেছেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই রিপোর্ট নিয়ে চারদিকে যখন তুমুল আলোচনা তারই মাঝে শুক্রবার রাজস্থানে বিজেপির প্রচার সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের একবার শত্রুনিধন নিয়ে বক্তব্য রেখেছেন।

দেশের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে তিনি ভারতের সেনাবাহিনীতে 'ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনের' কথা উল্লেখ করে বলেন, ‘আমরা ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন দিয়েছি, সেনাকে ছাড় দিয়ে দিয়েছি সীমান্তে পাল্টা জবাব দিতেৃ শত্রুরা জানে এটা মোদি, আর এটা নতুন ভারতৃ নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে আর তাদের মারে।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে