বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মক্কা ও মদিনায় তারাবির নামাজ পড়াবেন যারা

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ২১:০৫
মক্কা ও মদিনায় তারাবির নামাজ পড়াবেন যারা

রমজান মাসে এশার নামাযের পর নফল নামাজ তারাবিহ পড়া। রমাদানে মুসলমানরা দিনে রোজা রাখে আর রাতে দীর্ঘ সময় নিয়ে তারাবিহ নামাজ আদায় করেন। অনেক মসজিদে তারাবিহ নামাজে কোরআন খতমও করা হয়।

তবে, রমাদানে মুসলমানদের কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী মক্কা ও মদিনা। রমজান মাসে মসজিদে হারামের তারাবিহ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আসন্ন রমজান মাসে যে সকল আলেম ও কারিরা মক্কা ও মদিনায় তারাবিহ নামাজের ইমামতি করবেন।

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস: মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব।

শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলী: মসজিদুল হারামের তারাবি নামাজের ইমামতি করবেন।

শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী: মক্কার মসজিদে হারামের ইমাম, রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন।

শায়খ বানদার বলীলাহ: মসজিদে হারামের ইমাম। তারাবির নামাজের ইমামতি করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে