বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যে আমলে মিলবে দ্রুত বিয়ে

যাযাদি ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ২০:১৫
যে আমলে মিলবে দ্রুত বিয়ে

বিয়েকে বলা হয়েছে ঈমানের অর্ধেক। বিয়ে একজন মানুষকে যৌবনের হারাম তারনা থেকে রক্ষা করে। এ ক্ষেত্রে পুরুষ-নারী উভয়েই সমান। ইসলাম সবসময়ই হালাল সম্পর্কের ওপর জোর দিয়েছে। একটি আদর্শ দম্পতিই একটি আদর্শ পরিবার নির্মাণ করতে পারে। তাই বয়স ও সামর্থ্য হলেই শরীয়তের রীতি অনুযায়ী বিয়ে করার কথা একাধিকবার হাদিসে বলা হয়েছে।

পবিত্র কুরআনে স্বামী ও স্ত্রীকে একে অপরের পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে (সূরা আল-বাকারাহ্‌, আয়াত: ১৮৭)।

কুরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কিছু বিনিময় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, তবে উভয়ের কারও পাপ হবে না’ (সূরা আল-বাকারাহ্‌: ১২৯)

আবদুল্লাহ ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী সা:- এর সাথে আমরা কতক যুবক ছিলাম; আর আমাদের কোনো কিছু ছিল না। এ অবস্থায় আমাদের রাসূলুল্লাহ সা: বলেন- ওহে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা বিয়ে করে নেবে। কারণ, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান সুরক্ষা করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সাওম পালন করে। কেননা, সাওম তার যৌনতাকে দমন করবে।’ (বুখারি : ৫০৬৬)

প্রত্যেক যুবক-যুবতীর জন্য ক্ষেত্রভেদে বিয়ে করা কখনো ফরজ, আবার কখনও সুন্নত।

পবিত্র কুরআনেও উত্তম ও চক্ষু শীতলকারী স্ত্রী পাওয়ার কৌশল বলে দিয়েছেন মহান রাব্বুল আলামিন নিজেই। কুরআনের আয়াতটি দোয়া হিসেবে পড়া যায়-

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা, ওয়া জুররিইয়া-তিনা, কুররাতা আ’ইউনিউ-ওয়াজআলনা লিলমুত্তাকিয়না ইমামা।

অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

এছাড়াও উত্তম জীবনসঙ্গী পেতে নিম্নোক্ত আয়াতটিও পড়তে পারেন।

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮ

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনঝালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার রব! তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত: ২৪)

এছাড়াও বিভিন্ন বর্ণনায় দ্রুত বিয়ে কিংবা উত্তম জীবসঙ্গী পেতে সুরা ইয়াসিন তেলাওয়াতের কথাও এসেছে।

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: ফা-ইন তাওয়াল্লাও ফাকুল হাসবিয়্যাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া বাব্বুল আরশিল আজিম।

বর্তমানে যারা জীবনসঙ্গী খুঁজছেন, তারা শ্রেষ্ঠ সঙ্গী পেতে মহান রবের নিকট বেশি বেশি দোয়া করুন। অবশ্যই আল্লাহর পরিকল্পনা অতি উত্তম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে