শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাজি সেলিমের জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২৩ অক্টোবর

যাযাদি ডেস্ক
  ০১ আগস্ট ২০২২, ১৩:৫২
ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজি সেলিমকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১ আগস্ট) নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ আসামির জামিন আবেদন মঞ্জুর না করে তা নথিভুক্ত রাখার আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজি সেলিমের করা রিট টু আপিল শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করে দেন।

আদালতে হাজী সেলিমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেওয়া হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার রায় বহাল রাখেন। পরে পূর্ণাঙ্গ সেই রায় প্রকাশিত হয়। আদালত তার রায়ে জরিমানার টাকা অনাদায়ে হাজি মো. সেলিমকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। আর আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে রায়ে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে