রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৭ মে ২০২৩, ০৯:১৫
সিরাজগঞ্জে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত 
সিরাজগঞ্জে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত 

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম,গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, নির্বাহী সদস্য অ্যাড.সিমকী ইমাম খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ,রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো.রফিকুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে