আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জন্য দুই দিনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন।
শনিবার থেকে রবিবার বিকাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, ঢাকা উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার।
যাযাদি/ এস